বগুড়ার প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার ডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল আলম রশিদকে (৪৮) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে।
নিহত রশিদ ওই গ্রামের মৃত আহমদ আলীর পুত্র।
বৃহস্পতিবার সন্ধ্যায় রশিদুল আলম পুকুরে মাছের খাবার দিতে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। শুক্রবার সকালে বাড়ির অদূরে শফি উদ্দিনের বাড়ির পাশে তার লাশ পড়ে থাকতে দেখে যায়। পরে আদমদীঘি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
আদমদীঘি থানার ওসি আবু সাঈদ মো. ওয়াহেদুজ্জামান জানান, সকালে খবর পেয়ে ডুমুরিয়া গ্রাম থেকে প্রধান শিক্ষক রশিদুল আলম রশিদ এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় ডুমুরিয়া গ্রামের মৃত ইউসুফ মন্ডলের পুত্র আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আফরোজা বেগমকে আটক করা হয়েছে। পুলিশ ধারনা করছে পরকীয়ার কারণে এ খুনের ঘটনা ঘটতে পারে। কারণ এর আগেও প্রধান শিক্ষক মেয়ে ঘটিত কারণে গ্রামের সালিশের বৈঠকে প্রায় দুই লক্ষ টাকা জরিমানা দিয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০