বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৬৩১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র বেলাল হোসেন জগ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৩৫ ভোট। এ ছাড়াও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক টি রানা নৌকা প্রতীকে তৃতীয় হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর উল্লাস করেন বিজয়ী মেয়র জাহাঙ্গীরের কর্মী-সমর্থকরা ।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০