বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক (এডি) আবজাউল হোসেনকে গত ৩ দিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না। ভারতের নাগরিক হাফেজ আহমেদকে বাংলাদেশি নাগরিক দেখিয়ে পাসপোর্ট প্রদান করায় তার নামে মামলা দায়ের করেছে দুদক। এ ঘটনার পর থেকেই তিনি অফিস করছেন না। এদিকে ওই কর্মকর্তা না থাকায় পাসপোর্ট করতে ও গ্রহীতারা চরম বিপাকে পড়েছে পাসপোর্ট প্রত্যাশীরা।
সোমবার (১৬ মার্চ) বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে খোঁজ নিতে গেলে তার ব্যাপারে কেউ সঠিক তথ্য দিতে পারেননি। গত ৯ ফেব্রæয়ারি বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে সহকারি পরিচালক হিসাবে যোগদান করেন আবজাউল হোসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৭ সালে আবজাউল হোসেন রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মরত থাকাকালিন সময় একজন ভারতীয় নাগরিক হাফেজ আহমেদকে বাংলাদেশি নাগরিক দেখিয়ে পাসপোর্ট প্রদান করেন তিনি। এ ঘটনা জানাজানি হলে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে ঘটনাটি তদন্ত শুরু করে। তদন্ত শেষে গত বৃহস্পতিবার (১২ মার্চ) দুদক রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে সহকারি পরিচালক আবজাউল হোসেনসহ ৮ জনের নামে মামলা দায়ের করেন। ওই দিনই বগুড়া থেকে নিরুদ্দেশ হন সহকারি পরিচালক আবজাউল হোসেন। সে এখন কোথায় আছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকিম তার ব্যক্তিগত মোবাইল ফোনটিও গত ৩ দিন যাবত বন্ধ রয়েছে।
সরেজমিনে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে পাসপোর্ট করতে আসা অসংখ্য মানুষের ভিড় জমে রয়েছে। অফিসে কর্মকর্তা না থাকায় নানা হয়রানির শিকার হচ্ছেন তারা। সহকারি পরিচালক না থাকায় পাসপোর্টের আবেদন জমা নেয়া হলেও আবেদনগুলো অফিসেই পড়ে থাকছে।
এ ব্যাপারে কথা বলতে গেলে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সুপারিন্টেন্ডেন্ট শহিদুল ইসলাম জানান, সহকারি পরিচালক ছুটিতে আছেন। তিনি না থাকলেও পাসপোর্টের কোনো কাজ ব্যাহত হচ্ছে না।
এ প্রসঙ্গে সহকারি পরিচালক আবজাউল হোসেন নিরুদ্দেশ হওয়ার বিষয়ে জানতে চাইলে সুপারিন্টেন্ডেন্ট শহিদুল ইসলাম বলেন, ‘শুনেছি তার নামে রাজশাহী দুদক একটি মামলা করেছে। তবে ছুটি নিয়ে তিনি কোথায় গেছেন তা আমার জানা নেই।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০