বগুড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম সাদিয়া (৪) ও ইউসুফ (৫)। সাদিয়া ওই এলাকার আসাদুলের মেয়ে ও ইউসুফ মতিয়ার রহমানের ছেলে।
সোনাতলা উপজেলার পূর্ব তেকানী গ্রামে সোমবার এ ঘটনা ঘটে। সন্ধ্যার পরে তাদের মরদের পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে নিখোঁজ হয় দুই শিশু। গ্রামের বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে স্থানীয়রা বাড়ির পার্শ্বের পুকুর পাড়ে সাবানের কেস ও গামছা পরে থাকতে দেখেতে পায়। এরপর স্থানীয়রা পুকুরে থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
সোনাতলা থানার ওসি রেজাউল করিম জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের কারও অভিযোগ না থাকায় মরদের তাদের কাছে নিয়ম মেনে হস্তান্তর করা হয়েছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০