বগুড়া প্রতিনিধি: বগুড়া পল্লী বিদ্যুত সমিতির (পবিস) উপঠিকাদার নাহিদকে (২৫) ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরতলীর শাকপালা এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি শহরতলীর ফুলতলা পূর্বপাড়ার জাহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ-ঠিকাদার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাহিদকে কয়েকজন যুবক মঙ্গলবার রাত ৯টার দিকে ফুলতলা বাজার থেকে শাকপালা মোড়ে ডেকে নিয়ে যায়। এরপর সেখান থেকে শাকপালা পশ্চিমপাড়া গোরস্থানের পাশে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। রাত সাড়ে ১০টায় পুলিশ নাহিদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত এবং দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে নাহিদকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০