শেরপুর(বগুড়া)প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুরের আড়িয়াবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে মোটর সাইকেল নিয়ে শেরপুরে নিজ বাড়ি ফেরার পথে দ্রæতগামী একটি ট্রাকের ধাক্কায় নিমিষেই ছেলে-মেয়েসহ পা হারালেন বাবা। এতে ছেলে আসিফ (১২) ও মেয়ে রওজা (৭) বাবা লিটন মন্ডল (৩৫) এর পা হারায়।
দুর্ঘটনার শিকার লিটন মন্ডল বগুড়ার শেরপুর পৌর শহরের ঘোষপাড়ার নবির মন্ডলের ছেলে। তার শেরপুরে সকাল বাজারে চায়ের দোকান রয়েছে বলে জানা গেছে।
আহত লিটন মন্ডলের স্বজনরা জানান, ছেলে আসিফ ও মেয়ে রওজা বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে তাদেরকে নিয়ে বাবা লিটন মন্ডল মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের আড়িয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এতে আহত তিন জনেরই ডান পা কেটে ফেলতে হবে বলে জানিয়েছেন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
তবে এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি রাস্তার পাশ দিয়েই যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগামী ট্রাক একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে হঠাৎ করে রাস্তার ডান পাশে এসে মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
এ ব্যাপারে শাজাহানপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা জানান, আহতরা বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি (নারায়ণগঞ্জ-ড-০০৬৯) আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০