বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের ২৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১৫ মে) বেলা সাড়ে ১১ টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১৪ মে) দিনগত রাতে সদর উপজেলার নূনগোলা ইউনিয়নের দশটিকা এলাকায় নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছিলো জামায়াত নেতা-কর্মীরা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০