বগুড়ায় প্রতিনিধি: বগুড়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারী এবং করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত নয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টার মধ্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।
করোনায় মারা যাওয়া ওই নারীর নাম আনোয়ারা বেগম (৬৩)। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার আবদুস সোবহানের স্ত্রী। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান (৬৩), নাজিম উদ্দিন (৬০) ও ইব্রাহিম হোসেন (৯০)।
হাসপাতাল সূত্র জানায়, করোনায় আক্রান্ত ওই নারী গত বুধবার রাত ১০টার দিকে হাসপাতালে ভর্তি হন। ভর্তির ২৪ ঘণ্টার মধ্যেই তিনি মারা যান। করোনা উপসর্গ নিয়ে মোস্তাফিজুর রহমান ৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার আগেই তিনি মারা গেলেন। নাজিম উদ্দিনকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়। করোনা পরীক্ষার জন্য নমুনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসার আগেই তিনি মারা গেছেন। আর ইব্রাহিম হোসেন উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।
কোভিড–১৯ রোগে আক্রান্ত একজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, হাসপাতালে দুদিনে কোভিড–১৯–এ আক্রান্ত দুজন ও করোনা উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০