বগুড়া প্রতিনিধি: বগুড়ায় নতুন করে আরও ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৯৭ জনে।
বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার জেলার দুটি পিসিআর ল্যাবে ২১৫টি নমুনা পরীক্ষায় ৩১ জনের নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে ২৫ জন বগুড়া সদরের, শেরপুরের ২ জন, আদমদীঘি, সারিয়াকান্দি, কাহালু এবং ধুনটে একজন করে বাসিন্দা রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ২৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৫৭৫ জন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০