বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে আরো পাঁচজন ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চারজন সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন আর একজন করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন। করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর বুধবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার নমুনা ছিলো ১৬০টি। বগুড়ার ৫টি নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বাকিগুলো নেগেটিভ। এছাড়া জয়পুরহাটের ২৩ জনের নমুনা ছিলো যার মধ্যে একজনের পজিটিভ এসেছে। এদিকে গাইবান্ধার দুইজন, সিরাজগঞ্জের একজন, কুষ্টিয়ার একজন এবং গাজীপুরের একজনের নমুনার ফলাফল নেগেটিভ আসে ফলাফলে।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ার নতুন করোনায় শনাক্তদের তিনজনের বাড়ি সদরের বৃন্দাবনপাড়ায়। তারা কাজিন ব্রাদার। গত ৪ মে তারা ঢাকা থেকে ফিরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে তাদের নমুনা দিয়ে আসে। এছাড়া একজনের বাড়ি শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামে। তিনি ঢাকা থেকে ফেরার পর ৩ মে করোনার উপসর্গ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। পরদিন তার নমুনা সংগ্রহ করা হয়। আক্রান্ত অপরজন নারী। তিনি একজন স্বাস্থ্যকর্মী। তার বাড়ি সদরের উপশহর এলাকায়। এই স্বাস্থ্যকর্মীর বোন, ভগ্নিপতি এবং ভাগ্নে সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নিয়মিত তাদের বাসায় যাতায়াত করতেন। তাদের সংস্পর্শে এসেই এই স্বাস্থ্যকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত শনাক্ত হওয়ার পর প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে।
বুধবারের নতুন করে পাঁচজন করোনায় আক্রান্ত হওয়ার বগুড়ায় এখন পর্যন্ত বগুড়ায় করোনা রোগীর সংখ্যা ২৯ জনে দাঁড়ালো।
তবে দুপুরে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ইউনিট থেকে পাঁচজন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি গেছেন। এর আগে ২৫ এপ্রিল পুলিশের এক কনস্টেবল সুস্থ হয়ে বাড়ি যান। বর্তমানে বগুড়ায় করোনা রোগীর সংখ্যা ২৩ জন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০