বগুড়া প্রতিনিধি: বগুড়ায় নতুন করে আরও ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রবিবার (২৪ মে) সকালে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে সদরের ১২ জন, শাজাহানপুরের ৫ জন, শেরপুরের ৩ জন, গাবতলীর ২ জন, কাহালু, দুপচাঁচিয়া ও সোনাতলায় একজন করে রয়েছেন।
জানা গেছে, সদরের ১২ জনের মধ্যে ১১ জনই চেলোপাড়ার। তারা সবাই চাষিবাজারে মাছ বিক্রি করেন। বাকি একজন জহুরুল নগরের। তিনি মার্কেট থেকে আক্রান্ত হয়েছেন।
বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১৬৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। মৃত্যু হয়েছে একজনের। এখনও চিকিৎসাধীন রয়েছে ১৫১ জন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০