বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার সকাল থেকে বিজিবি সদস্যদের নির্বাচনী এলাকায় টহল দিতে দেখা গেছে।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ জানান, আগামী মঙ্গলবার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ৯টি কেন্দ্র এর ঝুঁকি এড়াতে এবং নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া সুলতানা জানান, রবিবার সকাল থেকে নির্বাচনী এলাকায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ভান্ডারবাড়ী ছালেহা-জহুরা উচ্চ বিদ্যালয়ে বিজিবি'র অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। আগামী ১৬ মে পর্যন্ত বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখবেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০