বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সহোদরের নিহত হয়েছেন। সোমবার (০১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে বগুড়া সদরের এরুলিয়া সিল্কিবান্ধা স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বাঁশতা মধু পুকুর গ্রামের আফতাব হোসেনের ছেলে মাসুম শেখ (২১) ও তার বড় ভাই আলম শেখ (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই ভাই মোটরসাইকেলযোগে বগুড়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশের একটি দল দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেন এবং নিহত পরিবারের সদস্যদের সংবাদ দেন। তবে ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেছে। তবে আমরা চেষ্টা করছি ট্রাকটির সন্ধান করার জন্য।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০