খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: পছন্দের সেলেব্রিটিদের নিয়ে আমাদের উত্তেজনার শেষ নেই৷ তারকাদের টাইম টু টাইম আপডেট পাওয়ার সহজ উপায় হল সোশ্লান নেটওয়ার্কিং সাইট৷ যার মাধ্যমে এক ক্লিকে তাঁদের জীবনের বেশিরভাগ তথ্যই এখন আমাদের হাতের স্মার্টফোনে৷ তবে ভক্তকূলের ইন্টারেস্ট মাঝে মধ্যে সিনেমা ছাড়াও চলে যায় অন্য দিকে৷
যেমন অবসর সময় তাঁদের প্রিয় স্টাররা কী করেন বা কী করতে ভালোবাসেন৷ নজরে এল টলি ডিভা নুসরত জাহান ফ্রি টাইমে কোথায় কী করছেন৷ ব্যস্ত রুটিনের মাঝে এতদিন পর একটু ব্রেক পেয়েছেন৷ ঠিক করলেন নিজেকে প্যাম্পার করবেন স্যালনে গিয়ে৷
ব্যস্ততা নিয়েই জীবন সেলেব্রিটিদের৷ মাঝে যতটুকু সময় পান, পাপারাৎজি থেকে দূরে গিয়ে একান্তে সময় কাটাবার চেষ্টা করেন তাঁরা৷ তেমনটাই করলেন নুসরত৷ ছুটি পেতে না পেতেই ছুটলেন স্যালনে৷ পেডিকিওর,ম্যানিকিওর থেকে শুরু করে হেয়ার স্পা, বডি স্পা কিচ্ছু ছাড়বেন না তিনি৷ স্যালনের কাজ তো কয়েক ঘন্টার৷ এসব ছাড়াও রিস্যাক্সিংয়ের আরো কিছু পন্থা আছে৷ সেটাও করবেন নায়িকা৷ মায়ের সঙ্গে যাবেন শপিংয়ে৷
আসলে অভিনেত্রী ব্যস্ত বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’ ছবির শ্যুটিং নিয়ে৷ মহিলা-কেন্দ্রিক এই ছবিতে নুসরত ছাড়াও মিমি, প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার থাকছেন মূখ্য চরিত্রে৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০