পাবনা প্রতিনিধি: রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন বলেছেন, ফেসবুক রাত বরোটার পর বন্ধ রাখা দরকার। কারন ফেসবুক ছাত্রছাত্রীদের পরস্পর থেকে আলাদা করে রেখেছে। পরিবার থেকে এমনিক সমাজ থেকে। পরিবারে একটি আর্দশ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মূল্যবোধ শালীনতা ইত্যাদি শেখায়। এই ফেসবুক আমাদের তার থেকে আলাদা করছে, পারিবারিক বোঝাপারা থেকে বিছিন্ন করছে।
তিনি বলেন, মাদকমুক্ত পরিবার গড়তে হলে পরিবারের ভুমিকা প্রথম এবং পরিবারের পাশাপাশি শিক্ষার ভুমিকা রয়েছে। শিক্ষাঙ্গনকে মাদক মুক্ত করতে, জঙ্গী মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে মাদক ও জঙ্গী বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডওয়ার্ড কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদারের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির। অন্যদের মাঝে কলেজের উপধ্যাক্ষ শহীদ মুহাম্মদ ইব্রাহীম ও কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ড. এ কে এম শওকত আলী বক্তব্য দেন।
পাবনা জেলা পুলিশ ও সরকারি এডওয়ার্ড কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত কলেজের সহস্রাধিক শিক্ষার্থী হাত তুলে মাদক ও জঙ্গীবাদকে “না” জানায় এবং প্রতিরোধের অঙ্গীকার করেন।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০