বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় সোমবার মানহানিকর মিথ্যা তথ্য পোষ্ট করায় রিয়া সুলতানা নামে ফেসবুক আইডির বিরুদ্ধে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও থানা সূত্রে জানা যায় চলতি মাসের ১৫ ও ১৭ তারিখে রিয়া সুলতানা নামে একটি ফেসবুক আইডি থেকে উপজেলা মোহনগঞ্জ গ্রামের বিশিষ্ট সমাজসেবক আফছার আলী প্রাং ও তাঁর ছোট ছেলে সিরাজুল ইসলাম শিবলীর নামে আপত্তিকর মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট করা হয়েছে। বিষয়টি অবগত হওয়ার পর গতকাল
সোমবার আফছার আলী প্রাং বাদী হয়ে মিথ্যা তথ্য প্রদানকারী রিয়া সুলতানা নামে ফেসবুক আইডির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ প্রসঙ্গে বাগমারা থানার এস.আই মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ দায়ের পর থেকেই ঘটনার সত্যতা যাচাই ও রিয়া সুলতানার নামে ফেসবুক আইডির প্রকৃত ভাবে কে ব্যবহার করছে সে বিষয়ে অনুসন্ধান শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে পোস্টকৃত ঘটনার সত্যতা পাওয়া যায়নি। পোস্ট প্রদানকারী অনুসন্ধান পাওয়া গেলে তার বিরুদ্ধে আইসিটি ধারায় মামলা দায়ের করা হবে। এদিকে মিথ্যা ঘটনা ফেসবুকে পোস্ট করায় এলাকাবাসী নিন্দা ও রিয়া সুলতানা নামের আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন।
খবর ২৪ ঘণ্টা/আরএস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০