স্পোর্টস ডেস্ক: নিজের ক্রিকেট ক্যারিয়ারে একাধিকবার প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ হাফিজ। সর্বশেষ ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ত্রুটিপূর্ণ বোলিংয়ে বাদ পড়া এই স্পিনার আবারও ছাড়পত্র পেয়েছেন।
লাফব্রো বিশ্ববিদ্যালয় ও লাহোরে আইসিসির টেস্টিং সেন্টারে নতুন পরীক্ষায় তার বোলিংয়ে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি।
এর আড়ে গত বছরের অগাস্টে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলার সময় হাফিজের বোলিং নিয়ে প্রশ্ন ওঠে। যেখানে তার বোলিংয়ে হাতের কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি ভাঙার প্রমাণ মেলে।
পাকিস্তানের হয়ে এই তারকা অলরাউন্ডার তিন ফরম্যাট মিলিয়ে ৩৬৪টি ম্যাচ খেলেছেন।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০