খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: আর একা একা খেলা নয়! মিশার এবার নতুন সাথী আসতে চলেছে। ভাই নাকি বোন, বলবে সময়। কিন্তু টিলসেল অপেক্ষায় রয়েছে মীরা-শাহিদের দ্বিতীয় সন্তানের।
চা বিস্কুটের সঙ্গে বলিপাড়ার মুখরোচক খবর প্রেগন্যান্ট মীরা রাজপুত। যদিও এই সুখবরে শিলমোহর লাগাননি কেউই। তবে কিছু ছবি বলছে মা হতে চলেছে শাহিদ পত্নী।
জিম থেকে মার্কেট-মীরা ঘরের বাইরে মানেই শাটারবাগদের ফ্রেমেবন্দি। ঠিক যেমনটা হয়েছেন এদিন কফিশপে বাইরে। নীল প্যান্ট আর সাদা টি-শার্টে অলটাইম কিউটি মীরা নজরে পড়েন পাপরাজিৎদের। ছবির জন্য পোজও দেন তিনি। কিন্তু এই ফটো গুলি সামনে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। কারণ পোশাকারের ভিরত দিয়ে উঁকি মারছে মীরার ছোট্ট বেবি বাম্প। যা ইঙ্গির দিচ্ছে সুখবরের।
মাস কয়েক আগে মীরা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “তিনি এবং শাহিদ দ্বিতীয় সন্তানের প্ল্যান করছেন। তবে সেটা কবে? তা ঠিক হয়নি’। একই সঙ্গে তিনি আরও বলেন, ” দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার পরই, কেরিয়ার নিয়ে ভাববেন তিনি।”
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০