রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের দেখা দিয়েছে কয়লা সংকট। এতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর আগেও ডলার সংকটের কারণে অপ্রয়োজনীয় ও বিলাসবহুল পণ্য আমদানিতে এলসি খোলার বিষয়ে কড়া অবস্থানে ছিল বাংলাদেশ ব্যাংক। সেই তালিকায় কয়লাও পড়ে যায়।
এ কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এর আগেও বন্ধ ছিল।
রোববার (৩০ জুলাই) ভোরে এ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
তিনি বলেন, রোববার ভোর সাড়ে ৩টা থেকে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা আমদানির জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ৮ আগস্ট কয়লা এসে পৌঁছালে পুনরায় উৎপাদনে যাবে বলে আশা করেন তিনি।
১৭ ডিসেম্বর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়। এরপর গত সাত মাসে পাঁচ বার বন্ধ হয় বিদ্যুৎকেন্দ্রটি। এবারের মতো গত ৩০ জুন কয়লা সংকটে উৎপাদন বন্ধ হয়ে যায়।
১৬ জুলাই টারবাইন ত্রুটির কারণে বন্ধ থাকে বিদ্যুৎকেন্দ্রটি। বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র (টারবাইন) মেরামত শেষে ২০ জুলাই দুপুর থেকে উৎপাদন শুরু করে।
এ বছরের ১৪ জানুয়ারি, ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন ও ১৬ জুলাই বিভিন্ন কারণে বন্ধ থাকে বিদ্যুৎকেন্দ্রটি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০