নিজস্ব প্রতিবেদক :
দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়ে ফের প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেতে যাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ নিয়ে প্রক্রিয়া চলছে। শিঘ্রই এ-সংক্রান্ত আদেশ জারি হবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত আদেশ জারি করার পর স্বপদে অধিষ্ঠিত থাকাকালীন সিটি মেয়র প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এফএনএস
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনই তথ্য জানিয়েছেন মেয়র খায়রুজ্জামান লিটন। এর আগে ২০০৮
সালে রাসিকের প্রথাম মেয়র নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর পদ মর্যাদা পেয়েছিলেন জাতীয় চার নেতার অন্যতম কামারুজ্জামানের এই সুজগ্য সন্তান খায়রুজ্জামান লিটন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তাঁর নির্বাহী ক্ষমতায় সিটি করপোরেশনের মেয়রদের পদ মর্যাদা বৃদ্ধির আদেশ দিবেন। সে আদেশের প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে। প্রধানমন্ত্রীর আদেশে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র মন্ত্রী ও নারায়নগঞ্জের মেয়র উপ-মন্ত্রীর পদ মর্যাদা পেয়েছেন। তবে রংপুর সিটি করপোরেশনের আগের মেয়র পেয়েছিলেন প্রতিমন্ত্রীর পদ মর্যাদা। রাজশাহী, খুলনা, গাজীপুর, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রদের পদ মর্যাদা এখনো উন্নীত করা হয়নি। রাসিক মেয়র লিটন বলেন, সিটি করপোরেশন নির্বাচনের পর পরই জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু হয়। এরপর
নতুন সরকার গঠনসহ বিভিন্ন কারণে সিটি করপোরেশনের মেয়রদের প্রতিমন্ত্রী পদ মর্যাদায় উন্নত করণের কাজ কিছুটা বিলম্ব হয়েছে। স¤প্রতি এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। প্রধানমন্ত্রী শিঘ্রই বিষয়টি নিয়ে একটি আদেশ জারি করবেন। যা ইতোমধ্যেই প্রক্রিয়াধীন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী মহানগরীর সভাপতি এএইচএম খায়রুজ্জামন লিটন প্রথম রাসিকের মেয়র নির্বাচিত হন ২০০৮ সালে। সে সময় তিনি প্রতিমন্ত্রীর পদ মর্যাদা পান। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে দ্বিতীয় বারেরমত মেয়র নির্বাচিত হন খায়রুজ্জামান লিটন। এর মাঝখানে ২০১৩ সালে মেয়র হন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি সরকার বিরোধী দলের নেতা হওয়ায় তার পদ মর্যাদা উন্নীত করা হয়নি।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০