খবর২৪ঘণ্টা, ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর পর দুদফায় ক্ষমতায় যাওয়ায় মানুষের জীবনমান উন্নত হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে ফের ক্ষমতায় গেলে দেশে কোনো মানুষ দরিদ্র থাকবে না।
আজ সোমবার রাজধানীর কামরাঙ্গীচরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। সকল ক্ষেত্রে উন্নয়নের জেয়ার বইছে। ঢাকা সহ সারাদেশকে আরো উন্নত করতে মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে জাতিকে কিছু দেয়ার জন্য। নিজের উন্নয় নয়, দেশের সার্বিক উন্নয়নের জন্যই ক্ষমতায় আসে আওয়ামী লীগ।
বিএনপির মতো লুট করার জন্য আসে না। আবার ক্ষমতায় আসলে ঢাকায় পাতাল রেল হবে, ইতিমধ্যে সমীক্ষার কাজ চলছে। ঢাকার চারপাশে এলিভেটেড রিং রোড তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার প্রার্থীদের পক্ষে ভোট চান প্রধানমন্ত্রী।
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০