খবর২৪ঘণ্টা ডেস্ক: নাইকো মামলার বিচারের জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে ফের কারাগারে নেয়া হয়েছে। নাজিমুদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগার ভবনে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস বসানোর আদেশ জারির পর তাকে কারাগারে নেয়া হয়।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তাকে কারাগারে নিয়ে যেতে গাড়িতে তুলা হয়। এজন্য সকাল থেকেই শাহবাগ বঙ্গবন্ধু মেডিকেল এবং নাজিমুদ্দিন রোডের কারাগার এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। পুলিশের একটি প্রাইভেট কারও প্রস্তুত রাখা হয়। এ প্রাইভেট কারে করেই হাসপাতাল থেকে সোয়া ১১টার দিকে কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে।
এর আগে সকালেই হাসপাতাল থেকে খালেদা জিয়ার ব্যক্তিগত জিনিসপত্র আরেকটি গাড়িতে করে কারাগারে নিয়ে যায়া হয়। সার্বিক বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের কিছুক্ষণের মধ্যে ব্রিফ করার কথা রয়েছে।
খবর২৪ঘণ্টা, /জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০