রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. নুরুজ্জামান ও তাঁর বন্ধু সাজিদ হোসেন ফেনসিডিলসহ চাঁপাইনবাবগঞ্জে আটক হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর কর্মকর্তারা তাঁকে আটক করেন। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে রাখা হয়েছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল জানান, তাঁদের কাছে খবর ছিল রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী নিয়মিত চাঁপাইনবাবগঞ্জ থেকে সরকারি গাড়িতে করে ফেনসিডিল বহন করেন। তিনি নিজেও ফেনসিডিল সেবন করেন। এই তথ্যের ভিত্তিতে তাঁরা মহানন্দা সেতুর টোলপ্লাজায় অবস্থান নেন। রাত সাড়ে আটটার দিকে নুরুজ্জামান সরকারি গাড়িটি নিজেই চালিয়ে আসছিলেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাঁকে চ্যালেঞ্জ করেন। তখন নুরুজ্জামান বলেন তিনি রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী। তাঁর গাড়িটি সরকারি। পরে গাড়িটি তল্লাশি করে চালকের পাশের সিটের নিচে কোকের বোতল পাওয়া যায়। তাঁরা পরীক্ষা করে দেখেন বোতল পাল্টে ৬৫ বোতল ফেনসিডিল কোকের বোতলে বহন করা হচ্ছিল। চালকের পাশের আসনে বসেছিলেন সাজিদ।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ প্রথম আলোকে বলেন, গাড়িটি সরকারি সেটি ঠিক আছে। তবে ফেনসিডিল পেয়েছে তাঁর পাশে যিনি ছিলেন, তাঁর কাছ থেকে। তাঁকে আটক বা ছেড়ে দেওয়ার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।
সুত্র : প্রথম আলো
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০