খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ফেনীর দাগনভূঁঞায় গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার
(১২ এপ্রিল) দিনগত রাত সাড়ে তিনটার দিকে ফেনীর দাগনভূঁঞা উপজেলার
মাতুভুইয়া ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট এলাকায় ডাকাতি করতে গেলে
পাঁচজনকে গণপিটুনি দেন এলাকাবাসী।
নিহতদের একজন হলেন ভোলার চরফ্যাশন উপজেলার জসিম উদ্দিনের ছেলে মো. সোহাগ। তবে নিহত অপর দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এছাড়া মনোয়ার হোসেন নামে এক ব্যক্তির ছেলে মনির হোসেন গুরুতর আহত আছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাগনভূঞাঁ থানার পরিদর্শক (ওসি) আবু জাফর মো. সালেহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডাকাতি করতে গেলে গণপিটুনিতে
আহত হয় ৫ ডাকাত। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফেনী
আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা
গেছেন। একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবু তাহের তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে জানান, গুরুতর আহত আরো একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০