খবর২৪ঘণ্টা ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধানকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে ডিবির একটি টিম তাকে আটক করে। এ সময় দুলালসহ আরও ৬ জনকে আটক করা হয়। তাদের সঙ্গে ফেনসিডিলসহ মাদক পাওয়া গেছে।নারায়ণগঞ্জ ডিবি পুলিশের এসআই জলিল মাতবর জানান, সন্ধ্যায় নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে কাউন্সিলর দুলাল প্রধানসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদের দেহ তল্লাশি করে ফেনসিডিল ও মাদক পাওয়া গেছে। তাদের নিয়ে আরও অভিযান চালানো হবে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০