খবর২৪ঘণ্টা নিউজ ডেস্ক: ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি গড়ে তোলার সঙ্গে ১১২টি কোম্পানির সম্পৃক্ততা খুঁজে পেয়েছে জাতিসংঘ। যার মধ্যে ৯৪টি কোম্পানি ইসরায়েলের এবং বাকি ১৮ ছয়টি দেশের।
আলজাজিরা জানায়, বুধবার জাতিসংঘের মানবাধিকার কমিশন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা প্রকাশ করে, যারা পশ্চিম তীরে ব্যবসা-বাণিজ্য প্রসারের মাধ্যমে অবৈধ ইহুদি গড়ে তোলায় সহায়তা দিয়েছে।
ইসরায়েলের বাইরে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, থাইল্যান্ড এবং যুক্তরাজ্যের ১৮টি জায়ান্ট করপোরেট কোম্পানি ইহুদি বসতি স্থাপনের সঙ্গে জড়িত। যার মধ্যে আছে যুক্তরাষ্ট্রভিত্তিক হোম-শেয়ারিংয়ের বিখ্যাত কোম্পানি এয়ারবিএনবি'র নামও।
ট্রাভেল বিজনেস কোম্পানি এক্সপেডিয়া, প্রযুক্তি জায়ান্ট মটোরোলা, ফুড মেকার কোম্পানি জেনারেল মিলের মতো মার্কিন প্রতিষ্ঠানগুলোর নাম আছে এই তালিকায়।
এ ছাড়া অনেকগুলো কনস্ট্রাকশন কোম্পানি ইহুদি বসতি গড়ায় সহায়তা দিয়ে যাচ্ছে। যার মধ্যে আছে ফ্রান্সের এগিস রেইল, ব্রিটিশ কোম্পানি জেসি ব্যামফোর্ডও।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরে কোম্পানিগুলোর কার্যক্রম সুনির্দিষ্ট মানবাধিকার উদ্বেগ সৃষ্টি করছে।
সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাচলেট বলেন, বিষয়টি নিয়ে আমি অবগত ছিলাম। এটি আরও বাড়তে থাকবে, যা আরও বেশি সমস্যা সৃষ্টি করবে।
জাতিসংঘের এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি এটিকে 'আন্তর্জাতিক আইনের বিজয়' বলে আখ্যা দিয়েছেন।
খবর২৪ঘণ্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০