অধরা জয়ের খোঁজে যেমন শুরু দরকার ছিল, ঠিক তেমনটাই এনে দিলেন মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের মারকুটে ওপেনার মার্টিন গাপটিলকে সাজঘরে পাঠিয়ে দিয়েছেন বাঁহাতি এই পেসার। ফিজের কাটারেই মূলত ধরাশায়ী হয়েছেন গাপটিল।
ক্রাইস্টচার্চের হাগলি ওভালে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড স্কটল্যান্ডের। ২০১৪ সালের ৩০ জানুয়ারি কেনিয়ার ১০ উইকেটে তোলা ২৬০ রান টপকে ৩ উইকেটের দারুণ জয় পেয়েছিল স্কটিশরা।
ফলে আজ বাংলাদেশ দল ২৭১ রান করায় এ মাঠের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে জিততে হবে নিউজিল্যান্ডকে। সেই মিশনে শুরুতেই হোঁচট খেয়েছে স্বাগতিকরা।
আগের ম্যাচে ১৩১ রানের ছোট লক্ষ্যে যেমন আক্রমণাত্মক খেলছিলেন গাপটিল, আজও আভাস দিয়েছিলেন তেমন কিছুর। কিন্তু তাকে বেশিদূর যেতে দেননি মোস্তাফিজ।
ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলটি লেগস্ট্যাম্পের ওপর কাটার ডেলিভারি করেন বাংলাদেশের কাটার বয়। লেগসাইডে খেলতে গিয়ে লিডিং এজ হয় গাপটিলের। ফলো থ্রু'তে সামনে এগিয়ে গেলেও, দ্রুতই পেছনে ফিরে নিজের বলে নিজে ক্যাচটি তালুবন্দী করেন মোস্তাফিজ।
আউট হওয়ার আগে ৩ চারের সঙ্গে ১ ছয়ের মারে ২৪ বলে ২০ রান করেছেন গাপটিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৩৬ রান। ডেভন কনওয়ে ৫ ও হেনরি নিকলস ১১ রান নিয়ে ব্যাট করছেন।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০