খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ১৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ও তার স্ত্রী রোজী চিশতী এবং বর্তমান এমডি একেএম শামীমসহ ১৭ জনের বিদেশযাত্রা বা দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দেয়া হয়েছে।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় থেকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো এক চিঠিতে ওই ১৭ জনের দেশত্যাগ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
দুদকের উপ-পরিচালক প্রণব কুমাব ভট্টাচার্য বলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে, তারা যেন বিদেশে যেতে না পারে সে জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞার তালিকায় থাকারা হলেন বাবুল চিশতী-রোজি চিশতী দম্পতি ছাড়াও তাদের ছেলে রাশেদুল হক চিশতী, মাজেদুল হক চিশতী, তাদের মেয়ে রিমি চিশতী, পুত্রবধূ ফারহানা আহমেদ চিশতী, ব্যাংকটির এসইভিপি গাজী সালাহ্উদ্দিন, ইভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, এসভিপি জিয়া উদ্দিন আহমেদ, ভিপি লুৎফুল হক, ভিপি মো. মনিরুল হক, এফভিপি মো. তাফাজ্জল হোসেন, এভিপি মোহাম্মদ শামসুল হাসান ভুঁইয়া, এইও মাহবুব আহমেদ ও ইও মোহাম্মদ জাকির হোসেনের নাম রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০