খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: এখন শুধু শুভদিনটির অপেক্ষা। চলতি বছর সেপ্টেম্বর না হলে ডিসেম্বরে হতে চলেছে দীপিকা-রণবীরের বিয়ে। জানা গিয়েছে, রণ-দীপিকার বাবা-মা একসঙ্গে বসে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চারটে তারিখ বেছে নিয়েছেন। তবে কোন দিনে চারহাত এক হবে তা এখনও ফাইনাল হয়নি। আর তাই নাকি বছর শেষে কোনও ছবির কাজ হাতে রাখছেন না দীপিকা-রণবীর।
বিয়ের ডেটের মতই এখন ফাইনাল হয়নি বিয়ের ভেনু। তাই এখনও জানা যায়নি দেশ বা বিদেশে সাজতে চলেছে রণ-দীপির ছাদনাতলা। তবে সূত্রের খবর, বিয়ে হবে অত্যন্ত গোপনে। আর সম্পূর্ণ হিন্দু সংষ্কৃতি মেনে। বিয়েতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন ছাড়া আর কেউ থাকবেন না। তারপর রিসেপশন হবে কিনা সে ব্যাপারে রণবীর, দীপিকা কেউ এখনও সিদ্ধান্ত নেননি।
বলি অন্দরের খবর, ‘পদ্মাবত’ মুক্তির সপ্তাহ খানের আগে রণবীর ও দীপিকার বাবা মা তাঁদের বিয়ের ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করেন। তখন রণবীরের বাবা মা সব্যসাচীর একটি শাড়ি উপহার দেন দীপিকাকে। আপাতত খবর দীপিকা তাঁর মা উজ্জ্বলা ও বোন অনিশার সঙ্গে বিয়ের কেনাকাটা করছেন পুরোদমে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০