খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সারাদেশে করোনা ডেডিকেটেড হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি হয়েছেন ৪ হাজার ২৮৯ জন এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন ২৪০ জন। সাধারণ শয্যা খালি আছে ১০ হাজার ৩৬৫টি, তার মধ্যে ঢাকা মহানগরীতে ৪ হাজার ১১১টি। আইসিইউ শয্যায় ভর্তি আছেন ২২৪ জন এবং খালি আছে ১৫০টি। ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যা খালি ৩৭টি এবং চট্টগ্রাম মহানগরীতে ১৮টি।
শনিবার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় ভর্তি আছেন ২ হাজার ১৯৪ জন এবং আইসিইউতে ভর্তি আছেন ১০৫ জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় ভর্তি আছেন ৩৩১ জন এবং আইসিইউতে ২১ জন। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের সাধারণ ও আইসিইউ শয্যা খালি আছে। হাসপাতালে তথ্যের জন্য যোগাযোগের নম্বর- ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮-০১৩১৩৭৯১১৪০।
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৩০৫ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৬৮৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৮১ হাজার ১২৯ জনে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০