চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাট পৌরসভার বিভিন্ন সড়কের পাশে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার স্তুপ। সেখান থেকে দিন-রাত সার্বক্ষণিক পঁচা দুর্গন্ধ ছড়িয়ে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। পাশাপাশি ময়লার স্তূপগুলো এখন মশা উৎপাদনের খামারে পরিণত হয়েছে। এতে পৌর এলাকায় মশার উপদ্রব ভয়ানক হারে বেড়েছে।মশার কামড়ে রাতে ঘুমাতে পারছে না সাধারণ মানুষ।
এদিকে, মশা নিধন ও প্রজনন ধ্বংসে ওই পৌরসভায় উন্নত মানের দুইটি ‘ফগার মেশিন’ রয়েছে। তবে তা ব্যবহার করা হয় না। ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রথম শ্রেণির চারঘাট পৌরসভা এলাকায় মশা মারার জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পৌর কর্তৃপক্ষ। এ কারণে চারঘাট পৌর এলাকায় মশার উপদ্রব দিন দিন বাড়ছে। পাশাপাশি ব্যবহার না করায় মশা মারার জন্য লাখ টাকায় কেনা নতুন ওই ফগার মেশিন গুলো দীর্ঘ দিন ধরে পৌর ভবনের স্টোররুমে তালাবদ্ধ হয়ে আছে। বিশেষ দিবসে মাঝে মধ্যে সেগুলো প্রদর্শন করা হয়।
সারা দেশের মত চারঘাট পৌরবাসীও এডিস মশা আতঙ্কে রয়েছে। করোনা মহামারীর কারণে জনজীবন অনেকটা থমকে গেছে। দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভা গুলো এডিস মশার বিস্তার রোধে নানা রকম কার্যক্রম গ্রহন করেছে।করোনা মহামারিতে এডিস মশা মোকাবেলায় চারঘাট পৌরসভাও নতুন একটি ফগার মেশিন কিনেছে। কিন্তু মশা নিধনে কর্যত কোনো পদক্ষেপ নেই। নতুন ফগার মেশিন ও আগেরটি দুইটাই তালাবদ্ধ করে রেখেছে পৌর কতৃপক্ষ
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আতিকুল হক জানান, মশার কামড়ে মানুষের মধ্যে নানা রোগ ছড়ায়। সেজন্য আমাদের সব সময়ই মশা নিধন ও পরিস্কার পরিচ্ছন্নের উপরে জোর দেওয়া উচিত।
বাংলাদেশ মানবাধিকার কমিশন চারঘাট উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম বাদশা বলেন, সাধারণ মানুষ এখন করোনা আতঙ্কে রয়েছে। তার উপরে নতুন করে যোগ হয়েছে মশার উপদ্রব। করোনা ও এডিস মশা মোকাবেলায় পরিস্কার পরিচ্ছনতার বিকল্প কিছু নেই। কিন্তু চারঘাট পৌরসভা কতৃপক্ষ বিভিন্ন সড়কের পাশে ময়লা আবর্জনার ভাগাড় করে রেখেছে। তিনি ফগার মেশিন গুলো পৌরসভায় তালাবদ্ধ না রেখে ব্যবহারের দাবী জানিয়েছেন।
পৌর এলাকাজুড়ে মশার উপদ্রব বৃদ্ধি ও মশা নিধনের ব্যাপারে জানতে চারঘাট পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুলকে একাধিকবার ফোন করলেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
তবে এ বিষয়ে চারঘাট পৌর সচিব রবিউল ইসলাম বলেন, আমি নিজেও দেখেছি, কিছুদিন যাবৎ মশার উপদ্রব বেড়েছে। আগের একটি ফগার মেশিন ছিল, নতুন একটি কেনা হয়েছে। কিছুদিনের মধ্যেই পুলিশ একাডেমী ও হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ফগার মেশিন ব্যবহার করা হবে। তার সাথে বাসা বাড়িতেও মশা নিধনের ব্যবস্থা হবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০