খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: পয়লা বৈশাখে রমনা বটমূল ও আশপাশ এলাকায় ইভটিজিং প্রতিরোধে বিশেষ টিম থাকবে। মঙ্গল শোভাযাত্রা ঘিরে থাকবে র্যাব সদস্যরা। এসময় ব্যাগ ও ধাতব পদার্থ বহন করা যাবে না। পরা যাবে না মুখোশও। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুখোশ পরা না গেলেও হাতে প্ল্যাকাড হিসাবে রাখা যাবে। তবে ভুভুজেলা বাজানো যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্থানে থাকবে ভ্রাম্যমাণ আদালত। তিনি আরও বলেন, নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা বটমূল ও উন্মুক্ত স্থানে বিকাল ৫টার মধ্যে এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সন্ধ্যা ৭টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০