নিজস্ব প্রতিবেদক : প্লট দুর্নীতি মামলায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) হিসাবরক্ষক রুস্তম আলীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকেলে তাকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান ফটকের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম জানান, তার নেতৃত্বে এবং দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালকের সার্বিক পরিচালনায় আরডিএ’র হিসাবরক্ষক রুস্তম আলীকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। প্লট দুর্নীতি মামলায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) হিসাবরক্ষক রুস্তম আলীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকেলে তাকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান ফটকের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০