খবর২৪ঘন্টা ডেস্কঃ
অবসর ভেঙে বিকল্পধারায় যোগ দেয়া বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে দলটির প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। তার সঙ্গে ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি গোলাম সারোয়ার মিলনকেও প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।
শনিবার প্রেসিডিয়াম সদস্য পুনর্গঠনের পর রোববার তাদের নিয়ে বৈঠকে বসেছেন বিকল্পধারা সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। দুপুর পৌনে ১টায় বি. চৌধুরীর বারিধারার বাসভবন মায়াবিতে এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত আছেন, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) আব্দুল মান্নান, শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, মাহী বি. চৌধুরী, আবদুর রউফ মান্নানও অধ্যাপক আনোয়ারা বেগম।
শারীরিক অসুস্থতা দেখিয়ে ২০১৫ সালের ২৯ অক্টোবর শমসের মবিন চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেন। সে সময়ে তিনি দলের ভাইস-চেয়ারম্যান পদে ছিলেন। শমসের মবিন যখন পদত্যাগ করেন, সে সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে অবস্থান করছিলেন। দলীয় চেয়ারপারসনকে লেখা পদত্যাগপত্রে রাজনীতি থেকেও অবসরের ঘোষণা দেন সাবেক এই কূটনীতিক। অবশ্য এর আগে ২০১৫ সালের ৯ জানুয়ারি দেশজুড়ে বিএনপির অবরোধের মধ্যে গুলশানের বাসা থেকে গ্রেফতার হন শমসের মবিন চৌধুরী। জামিনে মুক্ত হওয়ার পর থেকেই তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন।
২০০১ সালে বিএনপির নেতৃত্বে সরকার ক্ষমতাসীন হবার পর শমসের মবিন চৌধুরীকে পররাষ্ট্র সচিব করা হয়। চাকরি থেকে অবসরের পর তিনি বিএনপিতে যোগ দেন। বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে দলটির পক্ষ থেকে যোগাযোগ রক্ষা করতেন।
এরই মাধ্যমে অল্প দিনেই শমসের মবিন চৌধুরী দলীয় প্রধান খালেদা জিয়ার আস্থাভাজন হিসেবে পরিচিত হয়ে ওঠেন। দীর্ঘ সাড়ে তিন বছর পর গত ২৪ অক্টোবর বি. চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে শমসের মবিন বিকল্পধারায় যোগ দেন।
খবর২৪ঘন্টা / সিহাব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০