খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: টলিউডের 'সবথেকে সুন্দরী' নায়িকা প্রেম করছেন? এখনই নিশ্চিত করে 'হ্যাঁ' বলা না গেলেও বসন্তের প্রাককালে 'নূসু'র টুইটারে যে প্রেমের হাওয়া বইছে, সেকথাও অবলীলায় বলা যায়। কেন এমন বলা হচ্ছে? আসলে এই নূসরতের 'প্রেম কাব্য' নিয়ে জল্পনা বাড়িয়েছেন নায়িকার পরিচালকই।
বিরসা দাশগুপ্তের একটা টুইটেই সরগরম টলি ইন্ডাস্ট্রি। 'আওয়ার ফার্স্ট অফিসিয়াল ডেট', সঙ্গে গোলাপ এবং নীল রঙের লাভ সাইন। বিরসা দাশগুপ্তের এই টুইট রিটুইট করেছেন নায়িকা নূসরতও। এখানেই শেষ নয়, নূসরত আরও একধাপ এগিয়ে স্মৃতিচারণা করে লিখেছেন, 'নস্টালজিয়া..!! ভাগ্যিস তোমার আমার দেখা হয়েছিল। ভালবাসা'।
সম্প্রতি ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে ওয়ান ছবিতে বিরসা দাশগুপ্তের পরিচালনায় কাজ করেছেন নূসরত। 'ওয়ান' ছবিতে ছিলেন 'মিস্টার ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আরও ছিলেন যশ দাশগুপ্ত। বক্স অফিসে এই ছবি সাফল্যের মুখও দেখেছে।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০