রাজশাহীর পুঠিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রী (১৩) কে প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার করে আদালতের মাধ্যমে সেফ হোমে পাঠিয়েছে পুঠিয়ার বেলপুকুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) পুঠিয়ার বেলপুকুর থানার পশ্চিম জামিরায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই কিশোরীর সাথে একই গ্রামের নুর ইসলামের ছেলে ইমন (২৩) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে ওই কিশোরী সম্প্রতি ইমনের বাড়িতে গিয়ে উঠে। তাদের একজনের বাড়ি থেকে আরেক জনের বাড়ি আধা কি.মি. দূরে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বেলপুকুর থানায় ইমনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করলে তাকে আটক করে জেলহাজতে পাঠানো হয়।
গতকাল বুধবার ইমন জামিনে বাড়িতে আসলে খোঁজ পেয়ে ওই কিশোরী আজ বৃহস্পতিবার ভোরে গিয়ে তার বাড়িতে অবস্থান করে। কিশোরী তার প্রেমিক ইমনকে বিয়ে করতে চায়।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আমরা কিশোরীকে তার প্রেমিক ইমনের বাড়ি থেকে উদ্ধার করে আদালতে পাঠাই। কিশোরী তার প্রেমিককে বিয়ে করতে চায়। আদালত কিশোরীর বয়স বিবেচনা করে সেফ হোমে পাঠিয়েছেন।
তার প্রেমিক ইমনের অপরাধ না পাওয়ায় তাকে আটক করা হয়নি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০