রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবেশ করতে না পেরে তার বাড়ির সামনে বিষপান করেছেন এক তরুণী (২৪)।
রোববার (২১ নভেম্বর) ওই ইউনিয়নের বলদীপুকুর মমিনপুরে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী তরুণী মমিনপুর গ্রামের আনারুল আনার ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি মঞ্জুরুলকে বিয়ের জন্য চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান। রোববার (২১ নভেম্বর) বিয়ের দাবি নিয়ে যুবকের বাড়িতে আসেন ভুক্তভোগী তরুণী। তবে তাকে বাড়িতে ঢুকতে দেননি মঞ্জুরুলের পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বাড়িতে ঢুকতে না পেরে বিকেলে ৪টার দিকে বিষপান করেন ভুক্তভোগী তরুণী। এ সময় অভিযুক্ত যুবক মঞ্জুরুলসহ তার পরিবারের সদস্যরা ঘরে তালা মেরে পালিয়ে যান। এদিকে এলাকাবাসী ভুক্তভেঅগী তরুণীকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনায় মঞ্জুরুল ইসলামের পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টিতে অবগত আছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০