রাজশাহীর পুঠিয়ায় প্রেমিকার বিয়ের খবর জানতে পেয়ে নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে খাইরুল ইসলাম রাজ (১৮) নামের এক কলেজ ছাত্র। চিকিৎসা নেওয়ার পর সে শঙ্কা মুক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে পুঠিয়ার ঝলমলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যার পর রাজের পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে তার চিকিৎসা করা হয়। তার হাতে ৩২ টি সেলাই দিতে হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজের বাবা জানান, রাজ চলতি বছর এসএসসি পাস করেছে। ঘটনাক্রমে জানতে পারি একটি মেয়ের সাথে মোবাইলে তার প্রেম হয়। গতকাল বৃহস্পতিবার তার ছেলে খবর পায় তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে। প্রেমিকার বিরহে সে ব্লেড দিয়ে নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে। এসময় তার প্রচুর রক্ত ঝরে। সন্ধ্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তার হাতে ৩২ টি সেলাই দেয়।বর্তমানে তার ছেলে শঙ্কামুক্ত।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, প্রতিটি পরবারের ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখতে হবে অভিভাবকদের। অভিভাবকদের অসচেতনতায় এমন ঘটনা ঘটতে পারে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০