নিজস্ব প্রতিবেদক :
আরিফুল ইসলাম (১৬) ছদ্মনাম। বাস করে রাজধানী ঢাকায়। বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় রাজশাহীর মেয়ে লাইলা খাতুন (১৪) ছদ্মনাম এর সাথে। পরিচয় হওয়ার কিছুদিনের মধ্যেই ভালো বন্ধুত্ব হয়ে যায় দু’জনার মধ্যে। বন্ধুত্বের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্ক গড়ে উঠায় আরিফুল মেয়েটিকে দেখার বায়না ধরে। কিন্তু দু’জনায় বাস করে প্রায় ৩০০ কিলোমিটার দূরত্বে। তাই সহসায় দেখা হচ্ছিল না তাদের মধ্যে। ফেসবুকে কথা হলেও কখনো দেখা হয়নি তাদের। তাই মেয়ে লাইলা বৃহস্পতিবার আরিফুলকে ঢাকা থেকে রাজশাহী মহানগরীতে দেখা করার জন্য আসতে বলে। প্রেমিকার সাথে দেখা করতে ওই তরুণ বৃহস্পতিবার ঢাকা থেকে রাজশাহীতে ছুটে আসে। মোবাইল ফোনে মেয়েটির সাথে ছেলেটির দেখা করার স্থানও ঠিক হয়। কিন্ত বাদ সাধে তরুণী লাইলার মা। কারণ মেয়েকে অনুসরণ করে তার মাও বাড়ি থেকে বাইরে চলে আসে। ছেলেটি রাজশাহী মহানগরীর বন্ধগেট এলাকায় মেয়ের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে ছিলো। মেয়েটি রিক্সা থেকে নেমে ছেলেটিকে চিহ্নিত করে যেই তার সাথে গল্প শুরু শুরু করে ঠিক সেই সময় তার মাও ঘটনাস্থলে গিয়ে ছেলে ও মেয়েকে ধরে ফেলে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে যায়। সিদ্ধান্ত হয় ছেলেমেয়ে দু’জনকেই পুলিশের হাতে তুলে দেওয়ার। কিন্ত সেখানে উপস্থিত কেউ কেউ ছেলেমেয়ে দু’জনই অপ্রাপ্ত বয়স্ক বলে তাদের ছেড়ে দেওয়ার মতও দেন। তাই ছেলেমেয়ে দু’জনকেই ছেড়ে দেওয়া হয়। ছেলেটি চলে যেতে লাগলে স্থানীয় কিছু বখাটে তাকে কৌশলে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয়দের সহায়তায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। ছেলেটিকে রাজশাহী বাস টার্মিনালগাড়ী আটোরিক্সাটি তুলে দেওয়া হয়। আর মেয়েটিকে তার মা নিয়ে চলে যায়। অবশেষে রাজধানী ঢাকা থেকে আসা তরুণ ও রাজশাহীর তরুণীকে ফিরতে হয় খালি হাতে।
খবর ২৪ ঘণ্টা/আরএস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০