খবর ২৪ঘণ্টা ডেস্ক: মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ সহকারী (সাবেক মহাসচিব) রুহুল আমিন হাওলাদার এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ রোববার রুহুল আমিন হাওলাদারের আইনজীবী আবিদ চৌধুরী এবং দুলুর আইনজীবী সৈয়দ আল আশাফুর আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দুটি করেন।
দুপুরে রিট দুটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন উভয় আইনজীবী।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন রুহুল আমিন হাওলাদার। ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়। এই আদেশের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন। কিন্তু ইসির শুনানিতেও তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এরপর ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে গেলেন তিনি।
অন্যদিকে, নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন দুলু। কিন্তু ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করলে তাও বাতিল হয়ে যায়।ফলে ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলেন তিনি।
উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আজ রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ভোটগ্রহণ করা হবে আগামী ৩০ ডিসেম্বর।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০