নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবারও চমক দেখিয়েছে মহানগরীর ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মহানগরীর সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোর মধ্যে একমাত্র এই স্কুলের ৬জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তি প্রাপ্তরা হলো মেহেদী হাসান বাঁধন, সাব্বির আহমেদ, নাফিসা তাবাসসুম প্রাপ্তি, হুমায়রা কবির ফাতেমা, ইলিয়াস পঞ্চাতি ও তাইয়্যেবা তাবাসসুম সুহা।
স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ক্লাস ও পরীক্ষা গ্রহনকে এই ধারাবাহিক সাফল্যের কারণ হিসেবে উল্লেখ করেন। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও ক্লাসের পড়া ক্লাসেই করিয়ে নেয়ার উপর জোর দেয়া হয়। দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেয়া হয়। এছাড়া মা সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে বাড়ীতে পড়াশোনার সঠিক পরিবেশ পায় সে ব্যাপারে অভিভাবকদের সচেতন করা হয়।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০