করোনার সংক্রমণ বাড়লেও ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে প্রাক-প্রাথমিকে সশরীরে ক্লাস বন্ধ থাকবে। এ সময় অনলাইনে ক্লাস চালানোর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মনীষ চাকমা।
তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) অধিদপ্তর ও মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহে ৬ দিন ক্লাস হবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এবং ২ দিন করে ক্লাস হবে অন্যদের।
এদিকে শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনার প্রক্রিয়া চলছে। ৩১ জানুয়ারির মধ্যে ১২ বছরের বেশি সব শিক্ষার্থীকে টিকাদান সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০