খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: কুমিল্লার মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ডোবায় পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাড়ি চালকও রয়েছেন। গাড়িতে থাকা একটি জুতা থেকে ধারণা করা হচ্ছে- কোন শিশু নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপার গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৭), তার স্ত্রী (২৪) এবং প্রাইভেটকার চালক নোয়াখালী কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে আবদুর রহমান (২৮)।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রী এবং চালকসহ তিনজনের লাশ উদ্ধার করেছে। গাড়িতে থাকা একটি জুতা থেকে ধারণা করা হচ্ছে কোন শিশু নিখোঁজ থাকতে পারে। গাড়িতে আর কোন লাশ আছে কিনা উদ্ধারের পর জানা যাবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০