খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ধারাবাহিকতায় এবার প্রাথমিক বিদ্যালয়ে পর্যন্ত প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। এই অভিযোগে মুন্সীগঞ্জে ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের বাংলা পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রশাসন। আজ এই পরীক্ষা হওয়ার কথা ছিল।
মঙ্গলবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার সবগুলো স্কুলের পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষার নতুন তারিখ এখনো ঘোষণা হয়নি।
জানা যায়, পরীক্ষার একদিন আগে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠে। এ পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক পরীক্ষা স্থগিতের এই নির্দেশ দেন।
পরীক্ষা স্থগিত বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা বলেন, আজকে বাংলা পরীক্ষা ছিল। প্রশ্নপত্র ফাসেঁর অভিযোগ ওঠায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা কবে নেয়া হবে সেটা পরে জানিয়ে দেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
এ ব্যাপারে জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, গতকাল রাতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। সত্যতা প্রমাণিত হওয়ায় আমরা পরীক্ষা স্থগিতের নির্দেশ দিই।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০