খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সদ্য সমাপ্ত ২০১৮ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নামের তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বরিশাল, যশোর, দিনাজপুর, কুমিল্লা, সিলেট ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে এসব তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব কামরুল ইসলাম স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, সদ্য সমাপ্ত ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বেসরকারি স্কুলের শিক্ষক/কর্মচারীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাসহ নামের তালিকা আগামী ৭ (সাত) দিনের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০