খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চলতি বছরের এসএসসি পরীক্ষার একটি বিষয়ের সম্পূর্ণ এবং কয়েকটির আংশিক প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলেছে। আর সেই সব পরীক্ষা বাতিলের সুপারিশ করতে যাচ্ছে প্রশ্ন ফাঁসের অভিযোগ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই কমিটি। রোববার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান কমিটির প্রধান মো. আলমগীর।
তিনি বলেন, যেসব বিষয়ের আংশিক প্রশ্ন ফাঁস হয়েছে, সেসব ক্ষেত্রে পুরো পরীক্ষা বাতিলের সুপারিশ করবে না কমিটি। যদি দেখা যায় যেকোনো প্রশ্ন হুবহু মিলে গেছে, যদি অবজেকটিক টাইপের প্রশ্ন ফাঁস হয়ে থাকে বাকিটার পরীক্ষা নতুন করে নেব না, শুধু অবজেকটিভের জন্য পরীক্ষা হবে। পরীক্ষা চলার এক-দুই ঘণ্টার আগে বা তিন ঘণ্টা আগে বা আগের দিন যদি ফাঁস হয়ে থাকে তাহলে। তবে পরীক্ষা শুরুর ঠিক আগে প্রশ্ন ফাঁস হলে সেগুলো বাতিলের পক্ষপাতী নন কমিটির প্রধান।
তিনি বলেন, যদি দেখা যায় পরীক্ষা চলাকালীন বা আধা ঘণ্টা আগে, যদি দেখা যায় ৫০০ ছেলেমেয়ে এরসঙ্গে জড়িত, এজন্য তো ২০ লাখ ছেলেমেয়ের পরীক্ষা বাতিল করা ঠিক হবে না।
আলমগীর আরো বলেন, পরীক্ষা বাতিল করবে মন্ত্রণালয়, আমরা সুপারিশ করার মালিক।
আইনশৃঙ্খলা বাহিনীও প্রশ্ন ফাঁসের বিষয়ে তথ্য দিচ্ছে জানিয়ে সচিব বলেন, ফেসবুক গ্রুপে কখন প্রশ্ন দিচ্ছে, কে কে প্রশ্ন কেনাবেচা করছে তাদের গ্রেপ্তার করে তারা জিজ্ঞাসাবাদ করছে।
উল্লেখ্য, এসএসসিতে প্রায় প্রতিটি বিষয়ের প্রশ্ন ফেসবুকসহ ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। এ জন্য সমালোচনার মুখে পড়েন শিক্ষামন্ত্রী। এরপর গত ৪ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির জরুরি সভায় ১১ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০