চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার হাটবাজারগুলোর সরকারি জমির প্রায় বেশির ভাগই প্রভাবশালীদের দখলে। এসব সরকারী জমি দখল করে নির্মান করা হচ্ছে মার্কেটসহ বিভিন্ন স্থাপনা।
স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জমি দখলমুক্ত করতে গেলে নানা রকম বাধা আসে। আবার কোনো কোনো বাজারের জমি নিয়ে মামলাও রয়েছে। এসব মূল্যবান জমি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে এর স্থায়ী দোকানের অংশ একসনা বন্দোবস্ত দেওয়া হলে তা থেকে প্রতিবছর বিপুল অংকের টাকা রাজস্ব আয় হতো।
ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ছোট-বড় মিলিয়ে ১৬টি হাটবাজার রয়েছে। এর মধ্যে ১৪টি হাট প্রতিবছর উপজেলা পরিষদ থেকে ইজারা দেওয়া হয়। বাকি ২ টা হাট ইজারা দেয় চারঘাট পৌরসভা। প্রতিটি বাজারের সরকারি জমিতে দখলদারদের অবৈধ স্থাপনা রয়েছে। জনপ্রতিনিধি কিংবা ইজারাদার পরিবর্তন হলে এসব স্থাপনার মালিকানারও পরিবর্তন হয়। সবচেয়ে বেশি অবৈধ স্থাপনা রয়েছে পৌরসভার আওতাধীন সরদহ বাজারে। এছাড়াও চারঘাট সদর বাজার, নন্দনগাছী বাজার, পরানপুর বাজারসহ একাধিক হাট বাজারে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।
জানা যায়, ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর তৎকালীন প্রশাসন চারঘাট পৌরসভার দুটি বাজারসহ ইউনিয়ন পর্যায়ের কয়েকটি হাটবাজারে অভিযান চালিয়ে দখলদারদের উচ্ছেদ করে। সে সময় প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ স্থাপনাও উচ্ছেদ হয়। কিন্তু পরবর্তীতে গত কয়েক বছর ধরে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। সরদহ বাজারে একটি চক্র সরকারী জমিতে ঘর তৈরি করে জামানত ও ভাড়া বাবদ অবৈধ ভাবে লাখ লাখ টাকা আয় করছেন।
সরদহ বাজারে সরেজমিন গিয়ে দেখা যায়, একসময় যেসব জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করতো, সেসব জায়গা দখল করে নিয়েছে প্রভাবশালীরা। বিভিন্ন রাজনৈতিক দল, পৌরসভার কয়েকজন কর্মচারী ও হাট ইজারাদার মিলে একের পর এক ইটের ঘর নির্মান করে চলেছেন। নতুন করে হাটের পূর্বপাশে চলছে মার্কেট নির্মান। কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছেনা এসব অবৈধ দখলদাররা।
এ ব্যাপারে জানতে চাইলে সরদহ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি কাজী শিহাব তনু বলেন, ২০ থেকে ২৫টির মতো অবৈধ স্থাপনা নতুন করে নির্মাণ করা হয়েছে। সরকারী জমিতে ইটের ঘর নির্মান করে অন্যজনের কাছে থেকে জামানত নেওয়া কিংবা ভাড়া দেওয়া সবকিছুই অবৈধ। বর্তমান ইজারাদার হাটের দায়িত্ব নেয়ার পর থেকেই নতুন করে অবৈধ দখল শুরু হয়েছে বলে তিনি জানান।
অবৈধ ভাবে জমি দখল করে ইটের ঘর নির্মানের বিষয়ে জানতে সরদহ হাটের ইজারাদার মোতালেব হোসেনের কাছে একাধিকবার ফোন করলেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী বলেন, নিয়ম অনুসারে বাজারগুলোর জমির মালিক সরকার। কেউ যদি অবৈধ ভাবে কোনো স্থাপনা নির্মাণ করে থাকে, তবে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০