ইত্যাদি খ্যাত সঙ্গীতশিল্পী আকবরের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। তার শরীরে ঘা, জ্বালাপোড়া, পটাশিয়াম, লবণ সংকট, হার্ট, কিনডিসহ একাধিক রোগে আক্রান্ত তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় ভারতে চিকিৎসা করিয়ে এসেছেন। এরইমধ্যে নতুন গানের রেকর্ডিংসহ ষ্টেজ শো-তে ব্যস্ত হচ্ছেন আকবর।
আকবর বলেন, 'এখন আগের তুলনায় ভালো আছি। তবে পুরোপুরি সুস্থ না। আল্লাহর রহমতে গানে ফিরতে পেরেছি। পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাই।'
তিনি আরো বলেন, 'আমি ২০১৫ সাল থেকে অসুস্থ। এর মাঝে কয়েকবারই খারাপ অবস্থা গেছে। আর্থিক সংকটেও পড়েছি। কারণ স্টেজ শো করতে পারিনি। এমন অবস্থায় প্রধানমন্ত্রী হাত না বাড়ালে হয়তো টিকে থাকতে পারতাম না।'
গান শুরু করা প্রসঙ্গে তিনি জানান, 'অনেকেই মনে করেছেন আমি আর গান করতে পারবো না। কিন্তু অসুস্থ অবস্থাতেই আমি প্র্যাকটিস করেছি। নিজে গেয়ে একটি গান ফেসবুকেও ছেড়েছি। এরপর থেকে নতুন গান করার জন্য অনেকেই ডাকছে। কয়েকটি মৌলিক গান করার কথা রয়েছে। সেগুলোও হয়তো করবো। স্টেজ শোও করছি টুকটাক করে। সারাজীবন গান করে যেতে চাই।'
আকবরের জন্ম খুলনা জেলার পাইকগাছায়। বেড়ে ওঠেন যশোরে। এক সময় যশোর শহরের অলিগলিতে রিকশা চালাতেন আকবর। সেখানে টুকটাক গান করতেন। ২০০৩ সালে যশোর এমএম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। সেই অনুষ্ঠানে বাগেরহাটের এক ভদ্রলোক আকবরের গান শুনে মুগ্ধ হয়েছিলেন।
তারপর তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর ইত্যাদির টিম আকবরের সঙ্গে যোগাযোগ করে। ইত্যাদিতে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সেতো আর কারও আকাশে’ গানটি গেয়ে পরিচিতি পান আকবর।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০