নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে রাজশাহী বিভাগীয় শহরের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে তথ্য অধিদফতর, ঢাকার উদ্যোগে এবং আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর সহযোগিতায় স্থানীয় সাংবাদিক এবং অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার ওমর ফারুক দেওয়ান এর সভাপতিত্বে রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহীর পুলিশ সুপার মো: শহিদুল্লাহ ও সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতাকালে জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। উন্নয়ন বিষয়ে জনগণকে অবহিত করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তিনি স্থানীয় গণমাধ্যমের আন্তরিক সহায়তা কামনা করেন। তিনি বলেন, এ সরকারের শাসনামলে দেশের আমুল পরিবর্তন হয়েছে। ডিজিটালাইজেশনের ফলে গ্রামের মানুষ সঠিকভাবে সেবা পাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে আশানুরূপ পরিবর্তন হয়েছে। জেলা প্রশাসক আরো বলেন, উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতি একটি বড় বাধা। ডিজিটালাইজেশনের মাধ্যমে এ দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। প্রত্যেক নাগরিকের একটি মাত্র ব্যাংক একাউন্ট মোবাইলে ব্যবহারের মাধ্যমে দুর্নীতি কমিয়ে আনা যেতে
পারে বলে তিনি মত প্রকাশ করেন।সভায় ১০টি উদ্যোগের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এসব কর্মকান্ডের অগ্রগতি তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। কর্মকর্তাগণ বলেন, নারী শিক্ষার প্রসার ঘটেছে। নারীদেরকে আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হেেয়ছে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে। তাঁরা বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। বিদ্যুতের কোন ঘাটতি নেই। জনগণের বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ
সংযোগ প্রদান করা হচ্ছে।সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা পেশ করেন আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান। সিনিয়র তথ্য অফিসার ফারুক মো: আব্দুল মুনিম স্বাগত বক্তব্য প্রদান করেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য অফিসার মো. সামিউল আলম।মতবিনিময় সভায় রাজশাহীর বিভিন্ন দৈনিক পত্রিকার সাম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৬০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০