বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সভাপতি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্রীড়া জগতে চরম বিপ্লব ঘটেছে। যার মাধ্যমে বাঙালি আজ বিশ্বের দরবারে পরিচিত।
শুক্রবার(১০ ডিসেম্বর) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে চতুর্থ জাতীয় জুজুৎসু প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আমলে ক্রীড়াঅঙ্গনে যে যাত্রা শুরু করেছিল । দীর্ঘদিন স্থবিরতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণে এই অঙ্গন প্রাণ ফিরে পেয়েছে। ক্রীড়াঙ্গনে সফলতার কারণে বাঙালি জাতি আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে আছে।
বাংলাদেশ হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাসিক আহমেদ, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মনি প্রমুখ।
পরে জুজুৎসু পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রীড়াবিদদের পুরস্কার বিতরণ করা হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০